শুক্রবার, ২৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
আজ থেকে দুদিনের উৎসব

১৯০ বছরে রাজশাহী কলেজিয়েট স্কুল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পদ্মা নদীর তীরে বড়কুঠির কাছাকাছি খড়ের দোচালা ঘরে পাঠদানের মাধ্যমে পথচলা শুরু। এরপর দেখতে দেখতে ১৯০ বছর। বহুগুণী আর বরেণ্য ব্যক্তির শিক্ষাজীবন শুরু স্কুলটিতে। রাজশাহীর ঐতিহ্যবাহী সেই কলেজিয়েট স্কুল আজ ১৯০ বছরে পা দিল। এ উপলক্ষে নেওয়া হয়েছে দুদিনের কর্মসূচি। রাজশাহী কলেজিয়েট স্কুল দেশের প্রথম ও অতি প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। দেশের ইংরেজি শিক্ষার প্রসার লাভের জন্য লর্ড ইউলিয়াম বেন্টিং তার ব্যক্তিগত প্রচেষ্টা ও উৎসাহে ১৮২৮ সালে ‘বউলিয়া ইংলিশ স্কুল’ নামে সর্বপ্রথম এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। এদেশের তৎকালীন শিক্ষা বিস্তারের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউলিয়াম অ্যাডাম ১৮৩৫ সালে নাটোরে শিক্ষা জরিপ শেষে রাজশাহী বউলিয়া স্কুল পরিদর্শনের পর সরকারের কাছে স্কুলের উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরলে ১৮৩৬ সালে ২০ জুন স্কুলটিকে সরকারিকরণ করা হয়। এটি রাজশাহী জেলা স্কুল হিসেবে অধিগ্রহণ করে রাজশাহীর কৃতীসন্তান সারদা প্রসাদ বসুকে স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই বছর স্কুলের মোট ছাত্র ছিল ৮৩ জন, যার মধ্যে ৭৮ জন হিন্দু, ২ জন মুসলমান এবং ৩ জন খ্রিষ্টান। ১৮৩৬ সালে ছাত্র সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮৮ জনে। স্কুলের শিক্ষার মান ছিল অনেক উন্নত। স্কুলটির ১৯০ বছরপূর্তি উৎসব পালনে চলছে ব্যাপক প্রস্তুতি। আজ সকাল থেকে শুরু হবে অনুষ্ঠান। অনুষ্ঠানে শেষের বিভিন্ন প্রান্ত থেকে সাবেক শিক্ষার্থীরা অংশ নেবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর