শিরোনাম
শনিবার, ২৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
নির্বাচনী হাওয়া দুই আসনে

নেতৃত্ব সৈয়দ আশরাফের পরিবারেই থাকছে

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন কে পাচ্ছেন, এ নিয়ে জনমনে জল্পনা-কল্পনার শেষ নেই। চায়ের টেবিল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে সরব অনেকেই। তবে সবারই আকাক্সক্ষা, সৈয়দ আশরাফের মতো একজন সৎ, আদর্শবান এবং দেশপ্রেমিক কাউকে যেন দল প্রার্থী হিসেবে  বেছে নেয়। বিশেষ করে সৈয়দ আশরাফের পরিবারের লোকজনের প্রতিই এখানকার মানুষের আগ্রহটা বেশি। তার একমাত্র মেয়ে সৈয়দা রিমা ইসলাম, ছোট বোন ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি, সৈয়দা রাফিয়া নূর রূপা, ছোট ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়েতুল ইসলামকে প্রার্থী করার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সৈয়দ আশরাফের সুনাম পরিবারের সদস্যরাই ধরে রাখতে পারবেন বলে সবার প্রত্যাশা। পরিবারের সদস্যদের মধ্য থেকে সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপিই প্রার্থী হবেন বলে অনেকটা নিশ্চিত করে জানিয়েছে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের একটি সূত্র। ইতিমধ্যেই তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে। তিনি লন্ডনে চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। প্রায় তিন বছর আগে চাকরি থেকে অবসর নিয়ে দেশেই বসবাস করছেন। তার স্বামীর বাড়ি ময়মনসিংহে। তিনি লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। এ বিষয়ে সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, আমারা প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছি। তিনিই আমাদের অভিভাবক। কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান বলেন, সৈয়দ নজরুল ইসলামের উত্তরসূরি হিসেবে এ আসনে তার পরিবারের বাইরে আমরা কাউকে চিন্তাও করতে পারি না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর