শনিবার, ২৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রাজশাহী কলেজিয়েট স্কুলে সাবেকদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী কলেজিয়েট স্কুলে নবীন-প্রবীণ শিক্ষার্থীরা মিলনমেলায় মেতে উঠেছেন। স্কুল জীবনের প্রিয় বন্ধুকে কাছে পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়েছেন। কেউ কেউ প্রিয় বন্ধুকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরতে দেখা গেছে। সবমিলে রাজশাহীর প্রাচীনতম ও উপমহাদেশের ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানে মিলনমেলায় পরিণত হয়েছে। ১৯০ বর্ষে পদার্পণ অনুষ্ঠানে গতকাল দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠান চলবে আজও। সকালে মিলনমেলার উদ্বোধনের পর আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার স্কুলে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে স্কুলে গিয়ে শেষ হয়।

পরে স্কুলের প্রধান শিক্ষক ড. নুরজাহান বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর