রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অনেকটা সুস্থবোধ করছেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

অনেকটা সুস্থবোধ করছেন এরশাদ

অনেকটাই সুস্থবোধ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান

হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল সকাল থেকে তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন। ওষুধ খেয়েছেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। কিছুটা সময় হেঁটেছেন। শারীরিক দুর্বলতা কেটেছে অনেকটাই। পায়ের ব্যথাও কমেছে। চিকিৎসকরা বলেছেন, এভাবে শারীরিক উন্নতি অব্যাহত থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে পুরোপুরি হাঁটতে পারবেন তিনি। সিঙ্গাপুর থেকে এইচ এম এরশাদের সফরসঙ্গী পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার এ তথ্য জানিয়েছেন।  এদিকে সাবেক এই রাষ্ট্রপতির সুস্থতা কামনা করে গতকাল পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় মহিলা পার্টি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এ সময় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা জানান, আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে সাবেক এই রাষ্ট্রপতির। এছাড়া রাজধানীর রায়েরবাগে ঢাকা-৫ আসনের জাতীয় পার্টির কার্যালয়ে এইচ এম এরশাদের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ। এ সময় এইচ এম এরশাদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় মহিলা পার্টির সভানেত্রী অ্যাডভোকেট সালমা ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনন্যা হুসেইন মৌসুমীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুর-ই-হাসনা লিলি চৌধুরী, ফয়সল চিশতী, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, মীর আবদুস সবুর আসুদ, রওশন আরা মান্নান, নাজমা আক্তার, গোলাম মোহাম্মদ রাজু,  ইসহাক ভূঁইয়া প্রমুখ।

আজ শ্যামপুর-কদমতলী থানায় মিলাদ : বিকাল সাড়ে ৩টায় শ্যামপুর কদমতলী থানা জাতীয় পার্টির উদ্যোগে হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শ্যামপুর বালুর মাঠে (শ্যামপুর ইকোপার্কের বিপরীতে) অনুষ্ঠেয় আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সৈয়দ আবু হোসেন বাবলা এমপি নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর