রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নৌবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন আওরঙ্গজেব চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

ভাইস অ্যাডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি পূর্বতন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমদের স্থলাভিষিক্ত হয়েছেন। আইএসপিআর জানায়, এ উপলক্ষে নৌ-সদর দপ্তরে গতকাল বিকালে দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় নৌ-প্রধানের কার্যালয়ে নবনিযুক্ত নৌ-প্রধান ভাইস অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী কমান্ড হস্তান্তর/গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন। তিনি ১৯৫৯ সালের ২৮ সেপ্টেম্বর ফেনী জেলার ছাগলনাইয়ায় জন্মগ্রহণ করেন। নৌবাহিনীর চাকরি জীবনে তিনি বিভিন্ন জাহাজ ও ঘাঁটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স, পার্সোনেল), কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চল, নৌ-সদরে নৌ-সচিব ও বিভিন্ন পরিদপ্তরে পরিচালক, ফ্রিগেটসহ বিভিন্ন জাহাজের অধিনায়ক, কমান্ড্যান্ট, মেরিন একাডেমির কমান্ড্যান্ট, মেরিন ফিশারিজ একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 ব্যক্তিগত জীবনে আওরঙ্গজেব চৌধুরীর সহধর্মিণী ডা. আফরোজা আওরঙ্গজেব এবং তিনি এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক।

সর্বশেষ খবর