রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

তরুণরা ক্রীড়া-সংস্কৃতিতে যত আকৃষ্ট হবে, তত মাদক থেকে দূরে থাকবে

-যুবলীগ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, আমি ক্রীড়াবিদ নই। কিন্তু যুবলীগের চেয়ারম্যান হিসেবে আমি মনে করি তরুণরা ক্রীড়া ও সংস্কৃতিতে যত আকৃষ্ট হবে, তত তারা মাদকাসক্ত, জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ থেকে দূরে থাকবে। এজন্য রাষ্ট্রনায়ক বিশ্বনেতা শেখ হাসিনা যুবকদের ক্রীড়া ক্ষেত্রে উৎসাহিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারেও বলেছে ‘টেবিল টেনিস, তায়কোয়ানদো, কারাতে, উশু এবং ভলিবল খেলার প্রশিক্ষণ প্রদানে উদ্যোগ নেবে। গতকাল ধানমন্ডিতে বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশনের তত্ত্বাবধানে ধানমন্ডিস্থ সুলতানা কামাল  মহিলা ক্রীড়া কমপ্লেক্সে তায়কোয়ানদো প্রতিযোগিতা-২০১৯’র সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, আমি বলতে চাই, জনগণের ক্ষমতায়ন এবং তায়কোয়ানদো পরস্পর সম্পর্কিত। তায়কোয়ানদো মানুষকে আত্মরক্ষা শেখায়। আত্মরক্ষা করতে সক্ষম মানুষ সাহসী হয়। নির্ভয়ে তার মতামত প্রকাশ করতে পারে। অন্যায়ের বিপক্ষে দাঁড়াতে পারে। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই খেলার প্রসার জরুরি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর