সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চাকরির পরীক্ষা থেকেই মুক্তিযোদ্ধা কোটা বাস্তবায়নের দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে তা সংরক্ষণ ও বিশেষ কমিশন গঠন করে চাকরির প্রিলিমিনারি পরীক্ষা থেকেই শতভাগ বাস্তবায়নসহ ৬ দফা দাবি জানিয়েছে রাবি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পরিষদ। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটক ও রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি থেকে এই দাবি জানান তারা। বেলা সাড়ে ১১টা থেকে    দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। এতে মহাসড়কের দুই পাশে যানজটে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন রাবি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি তারিকুল হাসান। তিনি বলেন, আমাদের বাবারা  নিজের জীবন তুচ্ছ করে এদেশের স্বাধীনতা এনেছেন। মুক্তিযোদ্ধাদের সম্মানে সরকারি চাকরিতে বঙ্গবন্ধু ৩০ শতাংশ কোটা সংরক্ষণের ব্যবস্থা করেন। কিন্তু স্বাধীনতা বিরোধী গুটি কয়েক জামায়াত-শিবিরের লেজুড়ধারী শিক্ষার্থী সবাইকে ভুল বুঝিয়ে কোটার বিরুদ্ধে আন্দোলনে নামিয়ে দেয়। দেশে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য প্রধানমন্ত্রী কোটা ব্যবস্থা তুলে দিয়েছিলেন। আমরা আশা করি প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের কথা মাথায় রেখে সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা পুনর্বহাল করবেন।

 

সর্বশেষ খবর