সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দায়বদ্ধতায় আসতে হবে অনলাইনকেও : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অনলাইন মিডিয়া এখন পৃথিবীর বাস্তবতা। অনলাইনের প্রয়োজনীয়তা এখন বিশ্বের সর্বত্রই রয়েছে। আমাদের দেশের অনেক অনলাইন সংবাদ মাধ্যমও সমাজ এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ থেকে সংবাদ পরিবেশন করছে। তবে কিছু কিছু ব্যতিক্রমও রয়েছে। সম্প্রচার নীতিমালা পাস হলে অনলাইন মাধ্যমও নিবন্ধিত হবে। তখন সবাইকে দায়বদ্ধতার জায়গায় আসতে হবে। পত্রিকা ও টেলিভিশনের পাশাপাশি দেশে অনেক       এফএম রেডিও আছে। তাদেরও সম্প্রচার নীতিমালার আওতায় আনা হবে। গতকাল দুপুরে বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধক চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, সাংবাদিকতা মহৎ ও মহান পেশা। জনমত গঠনে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশের আমূল পরিবর্তনে সাংবাদিকরা ভূমিকা রেখেছেন। সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ। যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সভাপতি আবু সুফিয়ান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান স্বপন কুমার মল্লিক প্রমুখ।

সর্বশেষ খবর