মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রান্না বন্ধ, মিলছে না খাবার

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বেতন না পাওয়ায় কর্মচারীরা রান্না বন্ধ করে দেওয়ায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার এলাহী হলের ডাইনিং চলছে না। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। চলতি বছরের ৫ জানুয়ারি থেকে ক্যাম্পাস চালু হলেও এখন পর্যন্ত শহীদ মুখতার এলাহী হলের ডাইনিং চালু হয়নি। কয়েক মাস ধরে কর্মচারীদের বেতন পরিশোধ না করায়               কর্মচারীরা কাজ না করায় ডাইনিং বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে চরম বিপাকে পড়েছে আবাসিক শিক্ষার্থীরা। প্রায় তিন শতাধিক শিক্ষার্থী বাধ্য হয়ে বাইরের রেস্টুরেন্ট থেকে বেশি দামে খাবার কিনে খাচ্ছেন। এতে পড়াশোনার সঙ্গে সঙ্গে সময়েরও অপচয় হচ্ছে। অনেক শিক্ষার্থী খাবারের জন্য বিশ্ববিদ্যালয়ের আরেক হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ভিড় জমাচ্ছেন। ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থানরত শিক্ষার্থীদের খাবারের সংকট তৈরি হয়েছে। হলের আবাসিক শিক্ষার্থী কবির হোসেন বলেন, অনেক দিন ধরে হলের ডাইনিং বন্ধ থাকায় খাবারের জন্য প্রতিদিন বাইওে যেতে হচ্ছে। এতে আমাদেও যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি নিম্নমানের খাবার খেতে হচ্ছে বেশি দামে। শহীদ মুখতার এলাহী হলের ছাত্রলীগ সভাপতি হাসান আলী জানান, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে, হলের ডাইনিং বন্ধ থাকায় তাদের অধিক মূল্যে বাইরের খাবার খেতে হচ্ছে। এতে তাদের পড়াশোনার ব্যাপক ক্ষতি ও সময়ের অপচয় হচ্ছে। বারবার হল প্রভোস্টকে ডাইনিং চালুর অনুরোধ করা হলেও  তিনি তা করেননি। এ ব্যাপারে শহীদ মুখতার এলাহী হলের প্রভোস্ট ফেরদৌস রহমান জানান, ডাইনিং আপাতত চালু করা সম্ভব হচ্ছে না। কারণ হলের তহবিলে পর্যাপ্ত টাকা না থাকায় কয়েক মাস ধরে কর্মচারীদেও বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এ জন্য তারা কাজ করতে অনীহা প্রকাশ করছেন। তবে খুব দ্রুত এ সমস্যার সমাধান হয়ে যাবে।

 

সর্বশেষ খবর