মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
এসএসসি পরীক্ষা

দেরি হলেও কেন্দ্রে ঢোকা যাবে, তবে...

নিজস্ব প্রতিবেদক

আসন্ন এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার কেন্দ্রে দেরি করে হলেও ঢোকা যাবে, তবে দেরির কারণ ব্যাখা করতে হবে। গতকাল শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত এক পরিপত্র জারি করে জানিয়েছে, শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরিপত্রে বলা হয়, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে ছাত্র-ছাত্রীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। তবে কোনো পরীক্ষার্থী অনিবার্য কারণবশত পরে প্রবেশ করতে চাইলে নাম, ক্রমিক নম্বর ও বিলম্বের  কারণ রেজিস্ট্রারে লিপিবদ্ধ করতে হবে। বিলম্বে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্রসচিব সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করবে। পরীক্ষায় কেন্দ্রসচিব ব্যতীত কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। প্রত্যেক কেন্দ্রের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিতে হবে। তারা ট্রেজারি হতে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রশ্নপত্র গ্রহণ করে পুলিশ প্রহরায় কেন্দ্রে নিয়ে যাবেন। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্নের সেট কোড জানানো হবে। সে অনুযায়ী নির্ধারিত সেটে পরীক্ষা নিতে হবে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্রসচিব ও পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে। পরিপত্রে আরও বলা হয়, পরীক্ষা চলাকালীন ও এর আগে-পরে কেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। উল্লেখ্য, আগামী ২ ফেব্রুয়ারি চার হাজার ৯৬৪টি কেন্দ্রে একযোগে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে ২৫ লাখ ৭৩ হাজার ৮৫১ জন শিক্ষার্থী অংশ নেবে।

সর্বশেষ খবর