শিরোনাম
মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ডিনস অ্যাওয়ার্ড পেলেন শেকৃবির ১৮ শিক্ষার্থী

শেকৃবি সংবাদদাতা

গতকাল রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ১৮ শিক্ষার্থীকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা   হয়েছে। অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি (এএসভিএম) অনুষদের শিক্ষার্থী। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিক্ষার্থীর হাতে ডিনস অ্যাওয়ার্ড তুলে দেন। ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন,  মুহতাদি মো. ওয়ালিউল্লাহ ও এসিং ইয়াং মারমা; হাফসা  হোসেন; মোছা. আখলিমা খাতুন, তানজিলা রহমান, তায়েবা জান্নাত, তানজিনা আক্তার, শাহনাজ আলম সানি, মো. মহিউদ্দিন, নাজমুন্নাহার নিসা ও মো. জিসান আহমেদ এবং নিপু সেন, আল-ওয়াসিফ, মোছা. মাঈদা পারভীন, শামীমা আহমেদ,  মো. ইমরান হোসেন, মো. আবদুর রায়হান রাতুল ও শিখা সরকার।

উল্লেখ্য, কোনো লেভেলের দুটি সেমিস্টারেই গ্রেড পয়েন্ট ৩.৮ বা তদূর্ধ্ব থাকলেই কেবল একজন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। প্রধান অতিথি অ্যাওয়ার্ড প্রাপ্তদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আজকের এই অ্যাওয়ার্ডের ফসল যেন আগামী দিনগুলোতে প্রাণিসম্পদের কল্যাণে নিয়োজিত থাকে সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক হীরেশ রঞ্জন ভৌমিক প্রমুখ।

 

সর্বশেষ খবর