মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এক মাসে দুবার বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

চলতি মাসে দ্বিতীয়বারের মতো বৃদ্ধি পেল সোনার দাম। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধির ধারা অব্যাহত থাকায় এবং স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেয়। এর ফলে ভরিতে সোনার মূল্য এক হাজার ১৬৬ টাকা বৃদ্ধি পেয়েছে। আর প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম আজ ২৯ জানুয়ারি থেকে ৫০ হাজার ১৩৮টাকা। এর আগে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হতো ৪৮ হাজার ৯৭২ টাকায়। গতকাল সন্ধ্যায় বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। নতুন করে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় আজ থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ৪৭ হাজার ৮০৬ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ৪২ হাজার ৭৯২ টাকা।

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ২৭ হাজার ৫৭৫ টাকা। তবে রূপার দামে কোনো পরিবর্তন হয়নি। ২১ ক্যাডমিয়াম প্রতি গ্রাম রূপার মূল্য ৯০ টাকা। প্রসঙ্গত এর আগে গত ১ জানুয়ারি বাজুসের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সোনার দাম বৃদ্ধি করা হয়।

সর্বশেষ খবর