মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিমানবন্দরে পায়ের এংলেটে ২১৯টি সোনার চেইন

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পায়ের এংলেট থেকে ২১৯টি সোনার চেইন বের করা হয়েছে। রবিবার রাতে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের এক যাত্রীর হাঁটুর নিচ থেকে ৭৪৫ গ্রাম ওজনের সোনার চেইনগুলো জব্দ করে শুল্ক গোয়েন্দা। জব্দ এসব স্বর্ণালংকারগুলোর বাজারমূল্য প্রায়  ৫২ লাখ ১৫ হাজার টাকা।  গতকাল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল  ইসলাম জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে শুল্ক গোয়েন্দারা অবস্থান নিয়ে থাকে। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় মামুন নামে এক যাত্রীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ওই যাত্রী স্বর্ণালংকার বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে এক পর্যায়ে তিনি স্বীকার করেন। এরপর তার দুই পায়ের হাঁটুর নিচে এংলেট দিয়ে আটকানো অবস্থায় সোনার চেইনগুলো জব্দ করা হয়।

সর্বশেষ খবর