মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধের বিচার

নেত্রকোনার পাঁচ আসামির রায় যে কোনো দিন

নিজস্ব প্রতিবেদক

১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলার আবদুল মজিদসহ পাঁচ আসামির বিষয়ে মামলার রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রেখেছে ট্রাইব্যুনাল। গতকাল বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। এখন যে কোনো দিন এ মামলার রায় ঘোষণা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন মামলার অন্যতম      প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল, সাবিনা ইয়াসমিন খান মুন্নি ও জাহিদ ইমাম। আসামিপক্ষে ছিলেন গাজী এম এইচ তামিম। প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল সাংবাদিকদের বলেন, মামলার শুনানি শেষ হয়েছে। এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে আনা সব অপরাধের অভিযোগ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আমরা প্রমাণ করতে পেরেছি। আশা করছি আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে। মানবতাবিরোধী অপরাধের এ মামলায় আসামিরা হলেন শেখ মো. আবদুল মজিদ ওরফে মজিদ মওলানা, মো. আবদুল খালেক তালুকদার, মো. কবির খান, আবদুস সালাম বেগ ও নুরউদ্দিন ওরফে রদ্দিন। মোট সাতজন আসামির মধ্যে আবদুর রহমান ও আহাম্মদ আলী গ্রেফতারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি পাঁচজন পলাতক রয়েছেন। আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ১৯ এপ্রিল অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়েছে।

 

সর্বশেষ খবর