মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ঢাকার ৩৬ ওয়ার্ডে আওয়ামী লীগের তিন শতাধিক মনোনয়নপ্রত্যাশী

আজ ঘোষণা করা হতে পারে প্রার্থী তালিকা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা সিটি করপোরেশনের (উত্তর ও দক্ষিণ) নব গঠিত ৩৬টি ওয়ার্ড নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কমপক্ষে ৩০০ প্রার্থী দলীয় সমর্থনের আশায় দলের কাছে আবেদন করেন। এর মধ্য থেকে অধিকতর যোগ্য, জনপ্রিয় ও দলের জন্য নিবেদিত ৩৬টি ওয়ার্ডের জন্য ৩৬ জন ও ১২টি সংরক্ষিত মহিলা পদের জন্য ১২ জন প্রার্র্থী চূড়ান্ত করে কেন্দ্রীয় বাছাই কমিটি। আজ মঙ্গলবার বিকালে দল সমর্থিত এসব প্রার্থীর নাম তালিকা আকারে প্রকাশ করা হতে পারে। আওয়ামী লীগের বাছাই কমিটির সূত্রে জানা গেছে এসব তথ্য। গতকাল বিকাল থেকে রাত এগারোটা পর্যন্ত ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ঢাকা উত্তরের ১৮টি ও দক্ষিণের ১৮টি ওয়ার্ডের এসব প্রার্থীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় বাছাই কমিটির সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান প্রার্থীদের বলেন, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে অধিকতর যোগ্যদের সমর্থন দেওয়া হবে। সবাইকে তার পক্ষে কাজ করতে হবে। আওয়ামী লীগ সূত্রে জানা যায়, প্রতি ওয়ার্ড থেকে তিনজন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের নাম জমা দেয় স্থানীয় আওয়ামী লীগ। তবে এর বাইরে বিভিন্ন ওয়ার্ড থেকে আরও দেড় শতাধিক দলীয় নেতা-কর্মী দলীয় সমর্থন প্রত্যাশা করে এ সময় ভিড় করে। পরে তাদেরও সাক্ষাৎকার নেওয়া হয়। প্রার্থী বাছাই কমিটির সমন্বয়ক ফারুক খান, সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর