মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শেয়ারবাজারে সূচক ও লেনদেনের পতন

অপরিবর্তিত রয়েছে ২৭টির

নিজস্ব প্রতিবেদক

দরপতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল  দেশের উভয় শেয়ারবাজারের প্রধান সূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। পাশাপাশি কমেছে টাকার পরিমাণে লেনদেন। জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স ৩৫ পয়েন্ট কমে ৫ হাজার ৯০৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩২৯ ও ২০৪৬ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনও আগের কার্যদিবস থেকে কমেছে। ডিএসইতে ১ হাজার ৯ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৮৯  কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৯৮ কোটি টাকার। এদিকে ডিএসইতে ৩৪৫টি প্রতিষ্ঠান  লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে বেড়েছে ১০৫টির, কমেছে ২১৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর। টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। কোম্পানিটির ৪৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৪ কোটি ৯৮ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে গ্রামীণফোন এবং ৩৪ কোটি ৮৪ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে আসে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স। টপটেন লেনদেন উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, ইস্টার্ন হাউজিং, এশিয়া ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স, প্রভাতী ইন্স্যুরেন্স ও ইনটেক। অপর  শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ১৪৪ পয়েন্টে।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) হাত বদল হওয়া ২৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত থাকে ২২টির দর। আর ৩৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইফনিট লেনদেন হয়েছে।

সর্বশেষ খবর