মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শীর্ষেন্দুর শিশুতোষ দুটি পপ আপ বই আসছে মেলায়

নিজস্ব প্রতিবেদক

প্রথমবারের মতো দেশে প্রকাশিত হলো আলোজ্বলা পপ আপ বই। অন্ধকারেও বইয়ের ভেতর জ্বলতে থাকা আলো বই পাঠে বিশেষ সুবিধা দেবে পাঠককে। এর আগে ছবির সঙ্গে লেখার সমন্বিত বিশেষ অঙ্গসজ্জার পপ আপ বই প্রকাশিত হলেও, এবার প্রথমবারের মতো প্রকাশিত হলো আলোজ্বলা পপ আপ বই। আর এই একজোড়া শিশুতোষ পপ আপ গ্রন্থ লিখেছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পথচলার দেড় যুগ পূর্তি উপলক্ষে বই দুটি প্রকাশ করেছে প্রগতি পাবলিশার্স। এই প্রকাশনা সংস্থাটিই প্রথমবারের মতো প্রকাশ করে গ্রাফিক নভেল, হাইপার কমিকস ও পপ আপ বই। দেশের লেখকদের পর এই প্রকাশনীটি থেকে বের হলো বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাশিল্পী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দুটি পপ আপ বই।

 ‘নিশি কবরেজ’ ও ‘কোগ্রামের মধুপণ্ডিত’ শিরোনামের বই দুটি এবারের অমর একুশে বইমেলায় পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রগতি পাবলিশার্সের দুই প্রকাশক সোলায়মান পারসী ফয়সল ও আসরার মাসুদ।

সর্বশেষ খবর