মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ঢাকার আগাম নির্বাচনী প্রচার সামগ্রী সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৬টি ওয়ার্ডের সব ধরনের আগাম নির্বাচনী প্রচার সামগ্রী ৩১ জানুয়ারির মধ্যে সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্টদের নিজ খরচে এ প্রচার সামগ্রী সরানোর জন্য বলা হয়েছে। ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। ইসির কর্মকর্তারা বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণের ১৮টি ওয়ার্ডের সব প্রচার সামগ্রী ৩১ জানুয়ারি রাত ১২টার মধ্যে সরাতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ খরচে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। ইসির নির্দেশনা না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণের সংযুক্ত ৩৬টি ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের ভোট ২৮  ফেব্রুয়ারি হবে।

সর্বশেষ খবর