মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পুরনো তথ্যেই বদ্বীপ পরিকল্পনার অভিযোগ পরিবেশবিদদের

নিজস্ব প্রতিবেদক

পুরনো তথ্য দিয়ে সরকারি বিশেষজ্ঞরা তড়িঘড়ি ৮০টি প্রকল্পের বিশাল বদ্বীপ পরিকল্পনা করেছেন বলে পরিবেশবিদরা অভিযোগ করেছেন। একইসঙ্গে তারা পরিবেশবিদদের মতামত উপেক্ষা করে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করলে তা দেশের জন্য মহাবিপর্যয় ডেকে আনবে বলে এ বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল এক সংবাদ সম্মেলন থেকে এ আহ্বান জানানো হয়। ঢাকায় অনুষ্ঠিতব্য বদ্বীপ পরিকল্পনা ২১০০ ও বাংলাদেশ স্থায়িত্বশীল উন্নয়ন বিষয়ক বিশেষ সম্মেলনের ‘চূড়ান্ত প্রস্তাব প্রকাশ’ উপলক্ষে বাপা, বেন  ও সরকারি-বেসরকারি ১৩টি বিশ^বিদ্যালয়সহ ৪১টি সংস্থার মোর্চা যৌথভাবে এ সংবাদ সম্মেলন আয়োজন করে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এক শতাব্দীর একটি পরিকল্পনা চূড়ান্ত করতে এত তাড়াহুড়োর প্রয়োজন নেই।

 এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয়  বদ্বীপ আইন সংসদে উপস্থাপিত হয়নি। তারপর বদ্বীপ পরিকল্পনার দ্বিতীয় খ  এখনো জনসমক্ষে প্রকাশ হয়নি। তাই উন্মুক্ত পন্থার ভিত্তিতে বদ্বীপ পরিকল্পনা পরিমার্জনের দাবি জানিয়ে এটি প্রণয়নে স্বচ্ছতার স্বার্থে এ প্রক্রিয়ায় সরকারি বিশেষজ্ঞদের বাইরে বেসরকারি বিশেষজ্ঞ ও জনগণের মতামত গ্রহণের দাবি জানানো হয়।

সর্বশেষ খবর