বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নতুন পরিকল্পনায় হেফাজতে ইসলাম

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

দেশের আলোচিত অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ ১৩ দফা আদায়ে নতুন পথে হাঁটছে। গতানুগতিক আন্দোলনের বাইরে গিয়ে সরকারের সঙ্গে সুম্পর্ক বজায় রেখে দাবি আদায়ের পরিকল্পনা করছে এ সংগঠনের শীর্ষ নেতারা। তাই বর্তমান সরকারের সঙ্গে ‘বিবাদে’ না গিয়ে বন্ধুত্ব বজায় রেখে নিজেদের দাবি আদায়ের প্রচেষ্টা করছে কওমি মতাদর্শী এ সংগঠনটি। হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মাঈনুদ্দীন রুহী বলেন, ‘দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমর্যাদা  দেওয়ার পর থেকে হেফাজতে ইসলাম এখন আর সরকারকে শত্রু মনে করছে না। সরকার ও হেফাজতে ইসলামের মধ্যে যে উষ্ণ সম্পর্ক বিরাজ করছে তা কাজে লাগিয়ে ১৩ দফা দাবি আদায়ের প্রচেষ্টা থাকবে।’ নাম প্রকাশ না করার শর্তে হেফাজতে ইসলামের এক শীর্ষ নেতা বলেন, ‘সরকারের শীর্ষ পর্যায় থেকে হেফাজতে ইসলামের যৌক্তিক সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস সরকার উল্লেখযোগ্য দাবিগুলো ক্রমান্বয়ে মেনে নেবে। তাই হেফাজতে ইসলাম গতানুগতিক আন্দোলন পরিহার করে সরকারকে সহযোগিতার মাধ্যমে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি আদায় করবে।’ হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান একটি দেশ। সংখ্যাঘরিষ্ঠ মুসলিমদের কথা চিন্তা করে সরকার হেফাজতে ইসলামের সব দাবি মেনে নেবে। একই সঙ্গে ইসলামের সাংঘর্ষিক এমন কর্মকা  থেকে বিরত থাকবে সরকার। আমরাও চাই অসহিংস আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি পূরণ হোক। হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগর শাখার প্রচার সম্পাদক আ ন ম আহমদ উল্লাহ বলেন, সরকার ১৩ দফা দাবি মেনে নিয়ে নেবে বলে হেফাজতে ইসলামের তৃণমূলের নেতা-কর্মীরা বিশ^াস করে। আমরা এখন অপেক্ষায় আছি কখন প্রধানমন্ত্রী সব দাবি মেনে নেওয়ার  ঘোষণা দেবেন।

সর্বশেষ খবর