বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দরপতনেও বেড়েছে ডিএসইর লেনদেন

নিজস্ব প্রতিবেদক

দরপতনেও বেড়েছে ডিএসইর লেনদেন

সূচকের দরপতনের মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪০ পয়েন্ট। জানা গেছে, ডিএসইতে সূচকের উত্থান দিয়েই লেনদেন শুরু হয়। দিনশেষে ৪০ পয়েন্ট কমে ৫ হাজার ৮৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩২৪ ও ২০৩১ পয়েন্টে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ২৪ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ২১৩টি আর দর অপরিবর্তিত থাকে ২৯টির। লেনদেনের শীর্ষে ছিল প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, গ্রামীণফোন, বেক্সিমকো, ইস্টল্যান্ড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, ইউনাইটেড ফাইন্যান্স, আরএসআরএম স্টিল, লিগ্যাসি ফুটওয়্যার ও মেঘনা পেট্রোলিয়াম। দর বাড়ার শীর্ষে ছিল ইনটেক, প্যারামাউন্ট, প্রিমিয়ার ইনস্যুরেন্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, জনতা ইনস্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, ফাইন ফুডস, আইসিবিএএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ও বিডি ল্যাম্পস। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৯৪ পয়েন্টে। অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১৬৯টি এবং অপরিবর্তিত থাকে ২৩টির।

সর্বশেষ খবর