শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে

------ ইলেকশন মনিটরিং ফোরাম

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে মন্তব্য করেছেন ইলেকশন মনিটরিং ফোরামের নির্বাহী পরিচালক অধ্যাপক মাওলানা আবেদ আলী। তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর ছিল। গতকাল জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, কিছু কিছু প্রার্থীর অভিযোগ থাকলেও নির্বাচনে সব দলের সমান সুযোগ ছিল। নির্বাচন কমিশনেরও যথাযথ ভূমিকা ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও দায়িত্বশীল ভূমিকা ছিল নির্বাচনে।

 তিনি বলেন, ইলেকশন মনিটরিং ফোরাম বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত ৩১টি এনজিও এবং ২৬টি সুপ্রতিষ্ঠিত এনজিওসহ ৫৬টি স্থানীয় এবং জাতীয় পর্যায়ের এনজিও সংস্থার সমন্বয়ে গঠিত বাংলাদেশের সর্ববৃহৎ নির্বাচন পর্যবেক্ষক প্লাটফর্ম। একাদশ জাতীয় নির্বাচনে ইলেকশন মনিটরিং ফোরামের সদস্যরা সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে ২৩৯টি আসনে ১৭ হাজার ১৬৫টি কেন্দ্রে পর্যবেক্ষকরা পরিদর্শন করেছেন। তিনি আরও বলেন, সারা দেশে ২২টি ভোট কেন্দ্রে নির্বাচন চলাকালে সহিংসতার খবর পাওয়া গেছে। এতে আওয়ামী লীগের আটজন বিএনপির চারজন কর্মীসহ মোট ১৮ জনের প্রাণহানি এবং শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক ড. মোহাম্মদ মাসুম চৌধুরী, আইনি সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামসুল হক, ইএমএফের সমন্বয়কারী মনির হোসেন, মানবাধিকার কর্মী মোহাম্মদ জাহেদ হোসেন, শহিদুল ইসলাম, খন্দকার ফারুক আহমেদ, রূপা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর