শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশে সামরিক সরঞ্জাম বিক্রি করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশে সামরিক সরঞ্জাম বিক্রি করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ সামরিক সরঞ্জামাদি কেনে, তাই তা যেন যুক্তরাষ্ট্র থেকে কেনা হয় সে প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রদূত। বৈঠকে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার ব্যাপারে আরেক দফায় আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘আমি সুশাসন, গণতন্ত্র, মিলিটারি সেলস, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর