শিরোনাম
শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

উপচে পড়া ভিড় বাণিজ্য মেলায়

ব্যাগভর্তি পণ্য কিনে বাড়ি ফেরেন ক্রেতা

নিজস্ব প্রতিবেদক

মেলা শেষ হতে বাকি আছে আর সপ্তাহখানেক। এরই মধ্যে পুরোদমে জমে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আর গতকাল সরকারি ছুটির দিনে মেলায় ছিল ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। আগতদের সঙ্গে পাল্লা দিয়ে পণ্যের বেচাবিক্রিও ছিল তুমুল। এর ফলে একদিকে ক্রেতার অপেক্ষায় থাকা বিক্রেতাদের মুখে যেমন হাসি ফুটেছিল অন্যদিকে ব্যাগভর্তি পছন্দের পণ্য কিনে বাড়ি ফেরত ক্রেতারাও ছিলেন খুশি। নারী-পুরুষ নির্বিশেষে ছোট-বড় সবার হাতেই ছিল মেলা থেকে কেনা কোনো না কোনো পণ্য। গতকাল মেলা ঘুরে দেখা যায়, প্লাস্টিক পণ্য ও আসবাব খাতের প্রতিষ্ঠানের প্যাভিলিয়নগুলোতে ছিল ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।  প্লাস্টিক পণ্যের মধ্যে আরএফএল-এর শো রুমের বেচাবিক্রি ছিল তুঙ্গে। এই স্টলের পণ্য কিনছিলেন ধানমন্ডির বাসিন্দা টুম্পা সাহা। তিনি বলেন, বাসার প্রতিদিনের ব্যবহারের জন্য বেশ কয়েকটি পণ্য কিনেছি। এখানে বেশ কিছু অফারও আছে। বেছে বেছে সেগুলো কিনছি। ব্রাদার্স ফার্নিচারের প্যাভিলিয়নে গিয়ে দেখা যায়, বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং টেবিল সেট, শোকেস, আলমারি, ডিভান ইত্যাদি আসবাবপত্র সাজিয়ে রাখা হয়েছে। এর মধ্যে বেডরুম সেট ৯০ হাজার থেকে ১ লাখ ৮০  হাজার টাকা, সোফা সেট ৫৫ হাজার থেকে দেড় লাখ টাকা, ডাইনিং টেবিল ৫০ হাজার থেকে ১ লাখ, শোকেস ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। মেলায় প্রতিষ্ঠানটি তাদের পণ্যে ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে। এ ছাড়া মেলায় পারটেক্স ফার্নিচারও ৬০টি অধিক নকশার আসবাব নিয়ে এসেছে। কাঠের আসবাবপত্রের পাশাপাশি বোর্ড ও ইস্পাতে তৈরি আসবাব এনেছে প্রতিষ্ঠানটি। মেলা উপলক্ষে ২০ শতাংশ মূল্যছাড় দিয়েছে পারটেক্স। এর বাইরে মেলায় অ্যালুমিনিয়ামের ফার্নিচার, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস ওয়্যারড্রবসহ গৃহসজ্জার নানা সরঞ্জাম নিয়ে এসেছে অ্যালয় ফার্নিচার।

এর মধ্যে ড্রেসিং টেবিলের দাম ৬ হাজার, খাটের দাম ২৫ হাজার থেকে ৪৫ হাজার, আলমারি ৩৫ থেকে ৪৫ হাজার টাকা। শোকেস ২৫ হাজার থেকে ৫৫ হাজার টাকা। এর পাশাপাশি মেলায় নারীদের আনস্টিচ থ্রি-পিসের স্টল ও প্যাভেলিয়নগুলোতে ছিল উপচেপড়া ভিড়। ক্রেতা টানতে এসব স্টলে দেওয়া হচ্ছে নানা রকম আকর্ষণীয় অফার। মেলায় নিজেদের পোশাকে ৪০% ছাড় দিচ্ছে ড্রেস লাইন। এতে ভালো সাড়া পায় প্রতিষ্ঠানটি।

সর্বশেষ খবর