শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

হেফাজত আমিরের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফীর সঙ্গে সাক্ষাৎ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিশ্ব ইজতেমাসহ নানা বিষয়ে আলোচনা করেছেন। এ সময় মন্ত্রী বিশ্ব ইজতেমা অনুষ্ঠানে তার সহযোগিতা ও দোয়া চেয়েছেন। গতকাল বিকালে চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় সাক্ষাৎ করেন মন্ত্রী। সাক্ষাতের পর মন্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘তাবলিগের বিশ্ব ইজতেমাকে সুন্দরভাবে সম্পাদন করতে হুজুরের কাছে দোয়া চাইতে এসেছি। হুজুর ও বিশেষভাবে  দোয়া করেছেন। তিনি ইজতেমার সার্বিক নিরাপত্তা, তত্ত্বাবধান ও কার্যক্রম সুন্দর এবং নির্বিঘেœ করার অনুরোধ জানিয়েছেন।’ ওই বৈঠকে উপস্থিত হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাঈনুদ্দীন রুহী বলেন, হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে বৈঠককালে মন্ত্রী বিশ্ব ইজতেমা, কওমি সনদ এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস, হেফাজত নেতা মাওলানা মাঈনুদ্দীন রুহী, মাওলানা আনাস মাদানী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা নুুরুল ইসলাম, মাওলানা আশরাফ আলী নিজামপুরী প্রমুখ। এর আগে মন্ত্রী ফটিকছড়ির নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে অংশ নেন।

সর্বশেষ খবর