শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

স্টল ডিজাইনের বৈচিত্র্যে দর্শক মুগ্ধ বইমেলায়

মোস্তফা মতিহার

স্টল ডিজাইনের বৈচিত্র্যে দর্শক মুগ্ধ বইমেলায়

প্রথম দিনেই বই কিনতে ক্রেতার ভিড় স্টলগুলোতে -বাংলাদেশ প্রতিদিন

স্টলে স্টলে ডিজাইনের বৈচিত্র্য, চোখ জুড়িয়ে যাওয়ার মতো পরিবেশ। চলতে ফিরতে দারুণ স্বাচ্ছন্দ্যবোধ করছেন পাঠকরা। প্রতিটি স্টলের মাঝে রয়েছে চলাফেরার প্রশস্ত পথ। প্রকাশকরাও বলেছেন এবারের মেলার বিন্যাস হয়েছে পাঠকবান্ধব। আর নয়নাভিরাম এমন পরিবেশে বইপ্রেমী দর্শনার্থীরাও ঘুরে বেড়িয়েছেন স্টল থেকে স্টলে।

ভাষা আন্দোলনের সঙ্গে মুক্তিযুদ্ধের সম্মিলন ঘটিয়ে বাংলা একাডেমিকে বায়ান্নর স্মারক আর সোহরাওয়ার্দী উদ্যানকে একাত্তরের স্মারক বিবেচনায় সাজানো হয়েছে এবারের গ্রন্থমেলাকে। সে কারণে একুশের চেতনায় শাণিত এবারের গ্রন্থমেলার প্রতিপাদ্য বিষয় নির্বাচন করা হয়েছে ‘বিজয় : ১৯৫২ থেকে ১৯৭১, নব পর্যায়’। মেলা উদ্বোধন শেষে বিকাল ৫টায় প্রধানমন্ত্রী মেলা প্রাঙ্গণ ত্যাগ করার পর বিকাল সাড়ে ৫টায় সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণের প্রবেশদ্বার খুলে দেয়া হয়। এ সময় দর্শকদের উপচে পড়া ভিড়ে ভিন্ন এক রূপ নেয় গ্রন্থমেলায়।

সর্বশেষ খবর