রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জগলুল ছিলেন সুনামগঞ্জের মানুষের আস্থার জায়গা

---------- পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

জগলুল ছিলেন সুনামগঞ্জের মানুষের আস্থার জায়গা

সুনামগঞ্জে গতকাল আয়ুব বখ্ত জগলুলের স্মরণ সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ অতিথিরা - বাংলাদেশ প্রতিদিন

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আয়ুব বখত জগলুল সততা ও সাহসের কারণে এই জেলার মানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছিলেন। তিনি ছিলেন আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তি। জেলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনকে সংগঠিত          করতে তার ভূমিকা ছিল অপরিসীম। জগলুল জীবনের বিভিন্ন পর্যায়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাকালে দলকে শক্তিশালী করেছেন। তাকে হারিয়ে সুনামগঞ্জের মানুষ, বিশেষ করে আওয়ামী লীগ যারপরনাই ক্ষতিগ্রস্ত হয়েছে।’ সুনামগঞ্জ পৌরসভার দুবারের সাবেক জনপ্রিয় মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বখ্ত জগলুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভায় তিনি একথা বলেন। গতকাল সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে সুনামগঞ্জ পৌরসভা এই স্মরণসভার আয়োজন করে।  মন্ত্রী বলেন, প্রয়াত জগলুল মেয়র নির্বাচিত হওয়ার পর উন্নয়নের মাধ্যমে পৌরসভাকে বদলে দেওয়ার কর্মযজ্ঞ শুরু করেছিলেন। কিন্তু অকালে চলে যাওয়ার সব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। জননেত্রী শেখ হাসিনা জগলুলকে অত্যন্ত স্নেহ করতেন। আমরা তার অসামাপ্ত কর্মপরিকল্পনা নেত্রীর কাছে উপস্থাপন করব। নেত্রী সেগুলো বাস্থবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বলে আশা রাখি।’ সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি, পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সাবেক এমপি শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী, সহ-সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, জেলা আইনজীবী সমিতির সভাপতি চাঁন মিয়া, সাবেক সভাপতি আবু আলী সাজ্জাদ হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সেফু, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক, জেলা আওয়ামী লীগ নেতা করুণাসিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।

সর্বশেষ খবর