রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

২০ দিনের ব্যবধানে ফের ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বিশ দিনের ব্যবধানে ফের ভূকম্পন অনুভূত হলো সিলেটে। গতকাল সকাল ৮টা ২৯ মিনিটের দিকে সিলেটে ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পে বাসা-বাড়ি কেঁপে ওঠলে জনমনে আতঙ্ক দেখা দেয়। এর আগে গত ১৪ জানুয়ারি গভীর রাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ভূমিকম্পের ‘ডেঞ্জার জোন’ হিসেবে পরিচিত সিলেটে ঘন ঘন ভূকম্পন অনুভূত হওয়ায় বাড়ছে আতঙ্ক।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, সকাল ৮টা ২৯ মিনিটের দিকে সিলেটে যে ভূকম্পন অনুভূত হয়েছে রিখটার স্কেলে তার মাত্রা ছিল ২ দশমিক ৯। এর উৎপত্তিস্থল ছিল সিলেট সীমান্তের ওপারে ভারতের ডাউকি ফল্টে। তবে মৃদু এই ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত ১৪ জানুয়ারি অনুভূত হওয়া কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ২ দশমিক ৫। ঘন ঘন মৃদু ভূমিকম্পনকে বড় ভূমিকম্পের পূর্বাভাস বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর