রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সুপ্রিম কোর্ট বারের গঠনতন্ত্র সংশোধন দাবি ড. মেহেদীর

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) গঠনতন্ত্র সংশোধন চেয়ে আবেদন জানিয়েছেন সমিতির সাবেক সম্পাদক ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. মোমতাজ উদ্দিন মেহেদী। বৃহস্পতিবার সমিতির সভাপতি-সম্পাদক বরাবরে এ আবেদন দাখিল করা হয়। আবেদনে বারের কার্যনির্বাহী কমিটির কলেবর ১৪ থেকে ২০ জনে উন্নীত করার প্রস্তাব জানিয়েছেন তিনি। একই সঙ্গে ৩৫ বছর  বয়সের পরে সুপ্রিম কোর্ট বারের সদস্য হওয়া আইনজীবীদের বেনিভোলেন্ট ফান্ডের সুবিধা দিয়ে বৈষম্য দূর করারও আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া হাই কোর্টে তালিকাভুক্তির সঙ্গে সঙ্গেই বারের সদস্যপদ ও ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যে গঠনতন্ত্রের সংশোধনী চাওয়া হয়েছে। এ প্রসঙ্গে মোমতাজ উদ্দিন মেহেদী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ১৯৭৯ সালে এই গঠনতন্ত্র করার সময় বারের সদস্য ছিলেন মাত্র ১ হাজার আইনজীবী। আর বর্তমানে প্রায় ১০ হাজার আইনজীবী এ বারের সদস্য। কাজের পরিধি বেড়ে যাওয়ায় নতুন পদ সৃষ্টি করে কমিটির কলেবর ২০ সদস্য করার জন্য আবেদন জানিয়েছি। তিনি বলেন, বর্তমানে ৩৫ বছর বয়সের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হলে বেনিভোলেন্ট ফান্ডের সুবিধা পাওয়া যায় না। তাই এই বৈষম্য দূর করারও আবেদন করেছি।

সর্বশেষ খবর