রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সিলেট চেম্বারের ভোট গ্রহণ ২৭ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। গতকাল সকালে চেম্বার ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী। ঘোষিত তফসিল অনুযায়ী ৬ মার্চ প্রাথমিক  ভোটার তালিকা প্রকাশ, ১৩ মার্চ আপিল শুনানি ও নিষ্পত্তি এবং ১৬ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা  প্রকাশ করা হবে। ২৫ মার্চ পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।  আর আগামী ২৭ এপ্রিল নগরীর ধোপাদিঘিরপাড় ইউনাইটেড সেন্টারে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে চার ক্যাটাগরি তথা অর্ডিনারি শ্রেণিতে ১২ জন, অ্যাসোসিয়েট শ্রেণিতে ছয়জন, ট্রেড গ্রুপে তিনজন ও টাউন অ্যাসোসিয়েশন থেকে একজনসহ মোট ২২ পরিচালক নির্বাচিত হবেন। নির্বাচিত পরিচালকরাই পরবর্তীতে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি মনোনীত করবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, সদস্য এম এ হান্নান সেলিম, এ এ এম মিরাজ, নির্বাচন বোর্ডের সদস্য অ্যাডভোকেট মো. মনির উদ্দিন ও মো. ছাদেক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর