রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সপ্তাহজুড়ে বীমা খাতের দাপট শেয়ার বাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহজুড়ে বীমা খাতের দাপট ছিল দেশের দুই শেয়ার বাজারে। আগের তুলনায় বিগত সপ্তাহে  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বীমা খাতের শেয়ারে ৪২ শতাংশ লেনদেন বেড়েছে। এর মাধ্যমে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ছিল বীমা খাত। এ খাতে গড়ে প্রতিদিন ১৭৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার পরিমাণ এর আগের সপ্তাহে ছিল ১২৪ কোটি ৯৩ লাখ টাকা। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে এই খাতে লেনদেন বেড়েছে ৫২ কোটি ৭৭ লাখ টাকার বা ৪২ শতাংশ। ডিএসইতে সাপ্তাহিক লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, মোট পাঁচ হাজার ১৭১ কোটি টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহের চেয়ে সাত শতাংশ বেশি। গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে এক হাজার ৩৪ কোটি টাকা। আগের সপ্তাহের গড় লেনদেন ছিল ৯৬৫ কোটি টাকা। বিদায়ী সপ্তাহে গড়ে ১২২ কোটি ৭ লাখ টাকা লেনদেনের মাধ্যমে দ্বিতীয় স্থানে নেমেছে ব্যাংক খাত। আর ১১৬ কোটি ২৪ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে ছিল বস্ত্র খাত। লেনদেন হওয়া অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ১০৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১০৮ কোটি ৫২ লাখ, ওষুধ ও রসায়ন খাতে ৮৬ কোটি ৫২ লাখ, ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের ৬৯ কোটি ৭৫, বিবিধ খাতে ৪১ কোটি ১৬ লাখ, টেলিকমিউনিকেশন খাতে ৪১ কোটি ৭ লাখ, খাদ্যপণ্য ও বিবিধ খাতে ২৯ কোটি ৭২ লাখ, সেবা ও আবাসন খাতে ২৯ কোটি ৪৫ লাখ, তথ্য প্রযুক্তি খাতে ২৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর