সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
উপজেলা নির্বাচন

বরিশালে আওয়ামী লীগের মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত

রাহাত খান, বরিশাল

চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে বরিশালের ১০টি উপজেলা পরিষদের নির্বাচন। তবে এরই মধ্যে দলীয় মনোনয়ন নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। ইতিমধ্যে জেলার ১০টি উপজেলার ৩টিতে দলের প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করেছে স্থানীয় আওয়ামী লীগ। অপর ৭টি উপজেলায় আগামী সপ্তাহে দলের প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করার কথা জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। সূত্র জানায়, জেলার ১০ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের বিদায়ী চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য ও ইউপি চেয়ারম্যানসহ মোট ৭৭ জন আবেদন করেন। এর মধ্যে প্রথম দফায় ৩টি উপজেলার আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। গত শনিবার জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র বাসভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের স্থানীয় সভায় বানারীপাড়া, উজিরপুর এবং হিজলা উপজেলা চেয়ারম্যান পদে আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

মনোনয়ন বোর্ড সবার মতামত শোনার পর বানারীপাড়া উপজেলায় বিদায়ী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম ফারুক এবং হিজলায় বিদায়ী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ টিপুর উপর আবারও আস্থা রাখেন। এই দুই উপজেলায় একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও গোলাম ফারুককে বানারীপাড়ায় এবং হিজলায় সুলতান মাহমুদ টিপুকে একক প্রার্থী করে দলের প্রাথমিক মনোনয়ন তালিকা চূড়ান্ত করেন মনোনয়ন বোর্ড। এছাড়া উজিরপুর উপজেলায় বিদায়ী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ সদস্য এসএম জামাল হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চুর নাম দলের প্রাথমিক মনোনয়ন তালিকায় চূড়ান্ত করা হয়েছে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর