সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পুরুষ নির্যাতন প্রতিরোধ আইনের দাবি

নিজস্ব প্রতিবেদক

পুরুষ নির্যাতন প্রতিরোধ আইনের দাবি

পুরুষ নির্যাতন প্রতিরোধ আইনের দাবিতে গতকাল রাজধানীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বিএমআরএফ -বাংলাদেশ প্রতিদিন

দেশে পুরুষ নির্যাতন আইন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ ম্যানস রাইটস ফাউন্ডেশন (বিএমআরএফ)। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা চট্টগ্রামে চিকিৎসক মোস্তফা  মোরশেদ আকাশের আত্মহত্যায় প্ররোচনাকারী স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ডিভোর্সের পর কেন যৌতুক ও নির্যাতনের মামলা হচ্ছে তা খতিয়ে দেখারও আহ্বান জানান তারা। সংগঠনের মহাসচিব প্রকৌশলী ফারুক শাজেদ শুভর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের চেয়ারম্যান শেখ খায়রুল আলম, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান রাশেদুজ্জামান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর