সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
আলোচনা সভায় বক্তারা

কিছু অসাধু লোকের কারণে হালদা নদী দূষিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেছেন, ‘হালদা নদী রক্ষায় একটি প্রজেক্ট নয়, এটি একটি কর্মসূচি যা অব্যাহত থাকবে। কিন্তু কিছু ধান্দাবাজ অসাধু লোকের কারণে হালদা দূষিত হচ্ছে। গত শনিবার রাতে চট্টগ্রাম নগরীর একটি রেস্তোরাঁয় ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হালদা রিসার্চ ল্যারেটরির অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিকেএসএফ এবং উন্নয়ন সংস্থা আইডিএফ এর যৌথ উদ্যোগে আয়োজিত সভায় হালদা ল্যাবরেটরি উদ্বোধনের পর থেকে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ গবেষণামূলক কাজ, রিপোর্ট ও অনুষ্ঠানের বিবরণ দেন হালদা রিভার রিসার্স ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া।

 পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, উপ উপাচার্য ড. শিরীণ আখতার প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর