সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
দুই সাংবাদিক প্রহৃত

জড়িতদের শাস্তি দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

সৌম্য সরকার ও আল-আমীন হোসেন নামে দুই সংবাদকর্মীকে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ব্যানারে ক্যাম্পাসের শেখ রাসেল মিডিয়া চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে         অংশ নেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফজুল ইসলাম বকুলের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন মাহবুব রহমান, ফরহাদুজ্জামান ফারুক, মোবাশ্বের আহমেদ,  জাকির হোসেন রুম্মন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন ডিবিসিনিউজের রংপুর ব্যুরো প্রধান নাজমুল ইসলাম নিশাত, সময় টেলিভিশনের রংপুর প্রতিনিধি হেদায়াতুল ইসলাম বাবু, জাগোনিউজের স্টাফ রিপোর্টার জিতু কবীর, প্রথম আলোর ফটো সাংবাদিক মইনুল ইসলাম, কালের কণ্ঠের আদর রহমান প্রমুখ। এদিকে এ হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা মাহমুদ-উল ইসলাম জয়, তার সহযোগী রাসেল রানা ও মাহফুজুর রহমানের নাম উল্লেখ করে রংপুর তাজহাট থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক আল-আমীন হোসেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান বলেন, মামলার পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া একই ঘটনায় গত ৩০ জানুয়ারি একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক ফেরদৌস রহমান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি সভা করেছে। অতিদ্রুত তদন্তসাপেক্ষে প্রতিবেদন দাখিল করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর