সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
কিশোরগঞ্জ-১ আসন

আওয়ামী লীগ প্রার্থী লিপির মনোনয়নপত্র বৈধ

কিশোরগঞ্জ প্রতিনিধি

সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য ঘোষিত কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ বলে বিবেচিত হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দা জাকিয়া নূর লিপির প্রার্থিতা। এ ছাড়া অন্য দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। গতকাল সকালে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এ ঘোষণা দেন। প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তারা হলেন আওয়ামী লীগের সৈয়দা জাকিয়া নূর লিপি, গণতন্ত্রী পার্টির ভূপেন্দ্র ভৌমিক দোলন ও জাতীয় পার্টির মোস্তাইন বিল্লাহ। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, গণতন্ত্রী পার্টির প্রার্থী ভূপেন্দ্র ভৌমিক দোলনের হলফনামায় স্বাক্ষর না থাকায় এবং জাতীয় পার্টির প্রার্থী মোস্তাইন বিল্লাহর হলফনামার সঙ্গে শিক্ষাগত যোগ্যতার গরমিল থাকায়  মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আগামী ১০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার এবং ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। উল্লেখ্য, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দা জাকিয়া নূর লিপি প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর