সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রিজার্ভ চুরির টাকা ৩ বছরের মধ্যে ফেরত আসবে

সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট অব নিউইয়র্কে মামলা

নিজস্ব প্রতিবেদক

২০১৬ সালে চুরি হওয়া রিজার্ভের অর্থ উদ্ধারে গত ৩১ জানুয়ারি সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট অব নিউইয়র্কে মামলা করে বাংলাদেশ ব্যাংক। মামলা নিষ্পত্তি করতে আনুমানিক তিন বছর সময় লাগবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী আজমালুল হোসেন কিউসি। গতকাল বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স হলে আয়োজিত মামলা পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান আবু হেনা মো. রাজী হাসা, বিএফআইইউর পরামর্শক দেবপ্রসাধ দেবনাথ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। আইনজীবী আজমালুল হোসেন কিউসি জানান, যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করা মামলা তিন বছরের মধ্যে সমাধান হবে। তবে বিভিন্ন পরিস্থিতিতে এ সময় কমতে বা বাড়তে পারে। ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির তিন বছর পর যুক্তরাষ্ট্রে মামলা করা হলো। তিনি বলেন, মামলার তথ্য, বিভিন্ন তদন্ত ও রিপোর্ট সংগ্রহের কাজে এ সময় ব্যয় হয়েছে। তথ্য সংগ্রহের সময় মূল অপরাধী ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক-আরসিবিসি যাতে কিছু জানতে না পারে সেজন্য তথ্য সংগ্রহ করতে হয়েছে খুব সতর্কতার সঙ্গে। এ কারণেও মামলা করতে দেরি হয়েছে। তিনি বলেন, আরসিবিসি থেকে অবৈধভাবে বাংলাদেশের অর্থ গেছে এবং এই টাকা কোথায় কোথায় খরচ হয়েছে সেটা প্রমাণ হবে। আর এই প্রমাণের ভিত্তিতেই আমরা আশা করছি আমাদের হারিয়ে যাওয়ার রিজার্ভের পুরো অংশ, সুদ এবং খরচসহ ফেরত পাব। তিনি বলেন, ফিলিপাইনের আরসিবিসি থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ হ্যাকারদের বের করে নিয়ে যাওয়ার দিন ব্যাংকটির ক্যামেরা বন্ধ রাখা, সুইফটের সার্ভার অকার্যকর করে রাখা, আরসিবিসি-এর স্থানীয় এক কর্মকর্তার সাজা হওয়া এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে কয়েকজনের সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় আমরা আশাবাদী চুরি হওয়া অর্থ ফেরত পাব। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই অর্থ ফেরত পাওয়ার জন্যই যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করা হয়। অর্থ যতদিন উদ্ধার না হবে, ততদিন এই মামলা চলতে থাকবে। আজমালুল হক কিইউসি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আরসিবিসির এ ধরনের চুক্তি রয়েছে। যুক্তরাষ্ট্রে তাদের সম্পদও আছে। মামলায় বাংলাদেশ ব্যাংক জিতলে এ সম্পদ থেকেও অর্থ ফেরত পাওয়া কঠিন হবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর