সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শেয়ারবাজারে দরপতন

কমেছে উভয় শেয়ারবাজারের প্রধান সূচক

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনে শেয়ারবাজারে দরপতন হয়েছে। গতকাল দেশের উভয় শেয়ারবাজারের প্রধান সূচকগুলো কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৪ কমে দাঁড়িয়েছে ২০০৩ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.৭৭ পয়েন্ট বেড়েছে। ডিএসইতে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। ডিএসইতে ৯৮৪ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়। যা আগের দিন থেকে ৮ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৯৯২ কোটি টাকার। ৩৪৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১৮৬টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির। কোম্পানিটির ৭৫ কোটি ২৩ টাকার শেয়ার লেনদেন হয়। ৫০ কোটি ৯১ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে ইউনাইটেড পাওয়ার এবং ৩৯ কোটি ২১ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে আসে খুলনা পাওয়ার। টপটেন লেনদেন উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, প্রিমিয়ার ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন হাউজিং। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৯১ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৬৩টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দর। লেনদেন হয়েছে ৩৬ কোটি ৭৩ লাখ টাকার।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর