শিরোনাম
সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রজতজয়ন্তীর আগেই নির্বাচিত সরকার চাই : ড. কামাল

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার রজতজয়ন্তীর আগেই সংবিধানের আলোকে নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় জনগণকে সচেতনভাবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘যদি নির্বাচনে গলদ থাকে, নির্বাচন বিতর্কিত হলে সেখানে একটা সমস্যা সৃষ্টি অবশ্যই হয়, আমরা সেটা দেখেছি। আজকে তো ৪৮ বছর হতে চলেছে। ২০২১ সালে ৫০ বছর হবে। এখন থেকে দুই বছরের মধ্যে আমাদের সবাইকে নাগরিক হিসেবে সতর্ক ও সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে; যাতে এখানে যে সরকার দায়িত্ব ভোগ করবে তারা যেন সংবিধানের ভিত্তিতে সেই দায়িত্ব নেয় এবং সংবিধানে যে দায়িত্ব-কর্তব্য রয়েছে সেটা পালন করে।’ গতকাল রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রয়াত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিকের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ড. কামালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোশতাক আহমেদের পরিচালনায় আলোচনা সভায় নির্বাহী সভাপতি মফিজুল ইসলাম কামাল, সুব্রত  চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, আমসা আমিন, মোকাব্বির খান প্রমুখ বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর