মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নদীভাঙন থেকে রক্ষায় পদক্ষেপ নেওয়া হবে

-------- পানিসম্পদ উপমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, নদীভাঙন কবলিত এলাকা চিহ্নিত করে বর্ষার আগেই পদক্ষেপ নেওয়া হবে। গতকাল টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ারে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এদিকে টাঙ্গাইল জেলার সলিমাবাদ ইউনিয়নের হাজার হাজার নারী-পুরুষ ও স্কুল- কলেজের ছাত্র-ছাত্রীরা মানববন্ধন করে নদীভাঙনের কবল থেকে রক্ষার দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে এলাকাকে প্রকল্পের আওতায় এনে বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দেন উপমন্ত্রী।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর