মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সূচক বেড়েছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল দেশের উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। তবে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে দেখা গেছে, প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮২৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ ও ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩১৯ ও ২০১৮ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে। ডিএসইতে ৮৮৯ কোটি ৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৯৫ কোটি টাকা কম। আগের দিন  লেনদেন হয়েছিল ৯৮৪ কোটি টাকার। এদিকে ডিএসইতে ৩৪৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দও বেড়েছে ১৫০টির বা ৪৩ শতাংশের, কমেছে ১৫৫টির বা ৪৫ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির বা ১২ শতাংশ প্রতিষ্ঠানের  শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। কোম্পানিটির ৬০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৪ কোটি ৭৩ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে বাংলাদেশ সাবমেরিন  কেবল এবং ২৮ কোটি ৫ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে আসে খুলনা পাওয়ার। টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সিঙ্গার বিডি,  মেঘনা পেট্রোলিয়াম, বারাকা পাওয়ার, মুন্নু সিরামিক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, গ্রামীণফোন এবং পাওয়ার গ্রীড।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর