মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
‘ভোট ডাকাতির’ প্রতিবাদ

কাল ঐক্যফ্রন্টের কালো ব্যাজ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

‘ভোট ডাকাতির’ প্রতিবাদে আগামীকাল বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে দলমতনির্বিশেষে সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল দুপুরে পুরানা পল্টন জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রন্টের সমন্বয়ক কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ঐক্যফ্রন্ট নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। তিনি বলেন, যেহেতু ৩০ ডিসেম্বর দেশের জনগণ ভোট দিতে পারেনি, সেজন্য দলমতনির্বিশেষে ঐক্যফ্রন্টের বাইরেও যারা আছেন, সবাইকে এ ব্যাপারে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। এই ভোট ডাকাতির প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি প্রেস ক্লাবের সামনে এক ঘণ্টা কালো ব্যাজ ধারণের কর্মসূচি দেওয়া হয়েছে। আবদুস সালাম বলেন, ‘আমরা চাই ভোট দিতে না পারার যে ক্ষোভ জনগণ তা প্রকাশের জন্য সবাই এ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হবে। সবাইকে বলব বেলা ৩টার মধ্যে সমবেত হয়ে কালো ব্যাজ ধারণ করুন। আর ২৪ ফেব্রুয়ারি গণশুনানির কর্মসূচি রয়েছে। ওই কর্মসূচির স্থান ও সময় পরে জানানো হবে।’
সংবাদ সম্মেলনে মহানগরী বিএনপি নেতা কাজী আবুল বাশার, নবী উল্লাহ নবী, গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক, রফিকুল ইসলাম পথিক, জেএসডি নেতা মমিনুল ইসলাম, বিকল্পধারার মহাসচিব শাহ আহমদ বাদল, জনদল চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী, জাতীয় ঐক্যফ্রন্টের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর