বুধবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

‘অচল’ বাকসুর তালা খুলবে কবে?

রাহাত খান, বরিশাল

‘অচল’ বাকসুর তালা খুলবে কবে?

দেড় যুগ ধরে নির্বাচন হচ্ছে না দক্ষিণবাংলার অক্সফোর্ড খ্যাত বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদে (বাকসু)। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ হয়ে আছে বাকসু ভবন। এ কারণে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে অধিকার আদায় থেকে। সৃষ্টি হচ্ছে না ভবিষ্যৎ যোগ্য নেতৃত্ব। আগামী দিনের নেতা তৈরির জন্য বাকসু নির্বাচনের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। যদিও ডাকসু নির্বাচনের পর বিএম কলেজ ছাত্র সংসদ বাকসু নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন কলেজ অধ্যক্ষ। বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের সবশেষ নির্বাচন হয়েছিল ২০০২ সালে। এর আগে বাকসুর প্রতিনিধিত্ব করে জাতীয় রাজনীতিতে স্থান করে নিয়েছেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আ স ম ফিরোজ, জাহাঙ্গীর কবির নানক, বলরাম পোদ্দার, আলী আজগর লবি, বিলকিস জাহান শিরিন ও মাহবুবুল হক নান্নুসহ অনেকে। কিন্তু এরপর থেকেই আর বাকসু নির্বাচন না হওয়ায় এ অঞ্চল থেকে তেমন নেতারা জাতীয় রাজনীতিতে উঠে আসতে পারছেন না। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক স্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের পরই প্রশাসনের সঙ্গে আলোচনা করে অবিলম্বে বাকসু নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান সিকদার।

সর্বশেষ খবর