বুধবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভেঙে ফেলা হলো সেই দ্বিতল ভবন

খুলনায় ময়ূর নদীর অবৈধ দখল উচ্ছেদ শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার গল্লামারীতে ময়ূর নদীর প্রায় ৩০ ফুট জায়গা দখল করে গড়ে ওঠা সেই দ্বিতল ভবন মার্কেট ভেঙে ফেলা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে গড়ে ওঠা আশপাশের স্থাপনা ও নদীর মধ্যে থাকা লিনিয়ার পার্কের একাংশ ভেঙে ফেলা হয়। গতকাল সকাল থেকে খুলনা সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। জানা যায়, ময়ূর নদীসহ সংযুক্ত ২২টি খালের জায়গা বেদখল হওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়। ফলে প্রতি বর্ষা মৌসুমে শহরের বড় অংশজুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এদিকে গত ২০ জানুয়ারি থেকে খুলনার নাগরিক সংগঠনগুলো খালের অবৈধ দখল উচ্ছেদে আন্দোলন শুরু করে। তাদের এই কর্মসূচির মধ্যেই গল্লামারীতে ময়ূর নদীর প্রায় ৩০ ফুট জায়গা দখল করে রাতারাতি দ্বিতল ভবন মার্কেট গড়ে ওঠে। এতে হতবাক হয়ে পড়েন উন্নয়নকর্মী ও পরিবেশবাদীরা।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, সরেজমিন পরিদর্শনে নদী দখল করে গড়ে ওঠা মার্কেটটি নজরে আসায় তাৎক্ষণিক সিদ্ধান্তে এটি ভেঙে ফেলা হয়েছে। এছাড়া অবৈধ দখল উচ্ছেদে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে আলাদাভাবে উপদেষ্টা কমিটি, টেকনিক্যাল ও বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হচ্ছে। যদি স্থাপনা সরিয়ে না নেয় তাহলে তা ভেঙে দেওয়া হবে।

সর্বশেষ খবর