বুধবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বরিশাল বিশ্ববিদ্যালয় রাজাকারমুক্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গতকাল মাদকের ভয়াবহতা রোধে তরুণ প্রজন্মের সচেতনতা বাড়াতে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক ‘ধূমপান মুক্ত, মাদকমুক্ত ও রাজাকারমুক্ত’ বরিশাল বিশ্ববিদ্যালয় ঘোষণা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে অধূমপায়ীদের অগ্রাধিকার দেওয়ার কথাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি আগামীতে ভর্তি পরীক্ষায় ধূমপায়ীদের ভর্তি না করানোর প্রস্তাব রাখেন এবং ডোপ টেস্টের মাধ্যমে সেটি বাস্তবায়নের অভিপ্রায় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. হাসিনুর রহমান ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান বিপিএম।

সর্বশেষ খবর