বুধবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অনলাইনে ঝুঁকিতে শিশুরা

ইউনিসেফের গবেষণা

নিজস্ব প্রতিবেদক

দেশে শিশুরা অনলাইনে নানা হয়রানির শিকার হচ্ছে। ইন্টারনেট ব্যবহারকারী ১০ থেকে ১৭ বছর বয়সী ৩২ শতাংশ শিশু অনলাইন সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও ডিজিটাল উৎপীড়নের শিকার হওয়ার মতো বিপদের মুখে আছে বলে জানিয়েছে জাতিসংঘের জরুরি শিশু তহবিল (ইউনিসেফ)। সংস্থাটি বলেছে, যারা অনলাইনে ভয়ভীতির শিকার হয় তাদের অ্যালকোহল ও মাদকে আসক্ত হওয়া এবং স্কুল ফাঁকি দেওয়ার হার অন্য শিক্ষার্থীদের তুলনায় বেশি। এ ছাড়া তাদের পরীক্ষায় ফল খারাপ করা, আত্মসম্মান কমে যাওয়া ও স্বাস্থ্যগত সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে। প্রতিরোধে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশে শিশুদের অনলাইন নিরাপত্তা শীর্ষক ইউনিসেফ বাংলাদেশ পরিচালিত এক সমীক্ষায় এ চিত্র উঠে এসেছে। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে সফটওয়্যার টেকনোলজি পার্ক মিলনায়তনে জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার, গবেষণা কার্যক্রমের আউটরিচ পার্টনার টিম ইঞ্জিনের প্রধান নির্বাহী সামিরা জুবেরি হিমিকাসহ সংশ্লিষ্ট গবেষক ও শিক্ষাবিদরা। দেশে ইন্টারনেটকে নিরাপদ করতে ফিল্টারিং করা হবে জানিয়ে অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, শিশুদের জন্য ইন্টারনেট নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাপসহ খারাপ কনটেন্ট ফিল্টারিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। সব পর্নো সাইট চিহ্নিত ও বন্ধ করতে মার্চ মাসের মধ্যে প্রযুক্তি ব্যবহার শুরু হবে। পর্নো সাইট বন্ধে নতুন করে সরকার পদক্ষেপ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এটাকে যুদ্ধ হিসেবে নিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর