বুধবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে তিন চুক্তির সম্ভাবনা

সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে

কূটনৈতিক প্রতিবেদক ও নয়াদিল্লি প্রতিনিধি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ভারত সফরে যাচ্ছেন। আজ সন্ধ্যায় তিনি ঢাকা থেকে রওনা হয়ে কলকাতা পৌঁছবেন। আগামীকাল তিনি কলকাতা থেকে নয়াদিল্লি পৌঁছবেন। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে যোগ দেওয়া ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করবেন এ কে মোমেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই ড. মোমেনের প্রথম বিদেশ সফর। নয়াদিল্লি থেকে তিনি ৯ ফেব্র“য়ারি ঢাকায় ফিরবেন। সফরসূচি অনুসারে, আগামীকাল সকালে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন এ কে মোমেন। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের জন্য আমন্ত্রণ জানিয়ে লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি তুলে দেবেন। পরদিন শুক্রবার জওহর ভবনে দ্বিপক্ষীয়  বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে। পরে দুই দেশের মধ্যে জেসিসি বৈঠকে যোগ দেবেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী। জেসিসি বৈঠকে দু’দেশের মধ্যে যোগাযোগ, পানি, কানেকটিভিটি, নিরাপত্তা, বিদ্যুত, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা, ব্যবসা-বাণিজ্যসহ সব বিষয় আলোচনা হবে। সূত্রের খবর, পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে অমীমাংসিত বিভিন্ন ইস্যুতে আলোচনার মধ্যে বিশেষত তিস্তা নদীর পানি বন্টন চুক্তি নিয়ে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরবেন। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে ভারতের আরো উদ্যোগী হওয়ার আহবান জানাবেন পররাষ্ট্রমন্ত্রী। নয়াদিল্লীর কূটনৈতিক সূত্রের খবর, বাংলাদেশ ও ভারতের জেসিসি বৈঠক শেষে তিনটি চুক্তি স্বাক্ষর হতে পারে। এর মধ্যে রয়েছে দুর্ণীতি দমনে বাংলাদেশের দুর্ণীতি দমন কমিশনের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনসের (সিবিআই) চুক্তি।

সর্বশেষ খবর