বুধবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্রতীকী অনশনে এসিটি শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

চাকরি স্থায়ীকরণের দাবিতে গতকাল প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন সেকায়েপ প্রকল্পের অতিরিক্ত শ্রেণি (এসিটি) শিক্ষকরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। রবিবার থেকে তারা প্রেস ক্লাবের সামনে আন্দোলনে নেমেছেন।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকরা জানান, দারিদ্র্যপীড়িত ও দুর্গম এলাকায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া কমাতে ২০১৫ সালে ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে নিয়োগ দেওয়া হয় ৫ হাজার ২০০ শিক্ষক। নিয়োগ বিজ্ঞপ্তিতে মডেল শিক্ষক হিসেবেই আখ্যা দেওয়া হয়েছিল এই শিক্ষকদের (এসিটি)। প্রকল্প শেষে এসিটিদের এমপিও সিস্টেমে অন্তর্ভুক্তিসহ যাবতীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল।

সর্বশেষ খবর