শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
ভিটামিন ‘এ’ ক্যাপসুল

শনিবার খাবে দুই কোটি শিশু

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল সারা দেশে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী দুই কোটিরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি আরও জানান, বাড়তি সতর্কতার জন্য এবং ঝুঁকি এড়াতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন পেছানো হয়। গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, ‘আগামীকাল ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ২৫ লাখ ২৭ হাজার শিশুকে নীল রঙের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ ৭ হাজার শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কয়েক দিন আগে ভিটামিন ‘এ’ ক্যাপসুলে কিছুটা ত্রুটি দেখা দেয়। তখন আমরা শিশুদের জন্য কোনো ঝুঁকি নিতে চাইনি। সেই ক্যাপসুলগুলো আর ব্যবহার করিনি। এবারের ভিটামিন ক্যাপসুলে কোনো সমস্যা নেই।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর