শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
মোংলা বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী

বসুন্ধরা গ্রুপসহ ২৩ বন্দর ব্যবহারকারীকে সম্মাননা

বাগেরহাট প্রতিনিধি

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মোংলা বন্দরের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ অনুষ্ঠানে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপসহ ২৩ বন্দর ব্যবহারকারীকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বন্দর ভবন চত্বরে আয়োজিত মোংলা বন্দর চেয়ারম্যান কমডোর এ কে এম ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) ইয়াসমিন আফসানা, সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরী, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) প্রকৌশলী মো. আলতাফ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম ও মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল আলম। অনুষ্ঠানে উপমন্ত্রী মোংলা বন্দরে এককভাবে সর্বোচ্চ নিজস্ব পণ্য নদী পথে পরিবহন করার জন্য এলপিজি ও ক্লিংকার আমদানিকারক বসুন্ধরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী ও পরিচালক নবারুন বাবু, সর্বোচ্চ তেল পরিবাহী শিপিং এজেন্ট স্টারপাথ সি ট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মো. রফিকুল ইসলাম, সর্বোচ্চ তেল আমদানিকারক শুনশিন এডিবল অয়েল লিমিটেডের বিভাগীয় প্রধান (সাপ্লাই চেইন) মঈন উদ্দিন আহমেদ খান, সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী শিপিং এজেন্ট ইউনিক মেরিটাইম লিমিটেডের পরিচালক বদিউজ্জামান টিটুসহ বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় ২৩ জন বন্দর ব্যবহারকারীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উল্লেখ্য, ১৯৫০ সালের ১ ডিসেম্বর যাত্রা শুরু করে দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর মোংলা। তবে মোংলা বন্দর কর্তৃপক্ষ প্রতি বছর ১ ডিসেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেও এবার জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা পিছিয়ে ৭ ফেব্রুয়ারিতে পালন করল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর